রামেকের করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ১৯:৫৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচ জন এবং উপসর্গ নিয়ে নয় জন মারা গেছেন।

বর্তমানে এই ইউনিটে ৫০৮ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ২৫০ জন এবং সন্দেহভাজন রোগী ২০৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে মোট ৫৩৭টি নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১৯৪টি নমুনায় ৩৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ১৫৫টি নমুনায় ১৮ জনের করোনা শনাক্ত হয়।

রাজশাহীতে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১১ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন, পাবনার একজন এবং কুষ্টিয়ার দুজন মারা গেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: