মডার্নার টিকা প্রয়োগ শুরু আজ

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ২১:৩১

ছবি : ইন্টারনেট

করোনার সংক্রমণ রোধে আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এদিকে, গতকাল সারাদেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চীনের তৈরি সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার রাজধানীর ৪১টি প্রতিষ্ঠানে ১২ হাজার ৭৯৯ জনকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। এদিনে সারাদেশে ৪৩ হাজার ৬২৭ জনকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। আর রাজধানীর সাতটি হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হয়েছে ছয় হাজার ৬৪৪ জনকে।

এর আগে, রোববার দুপুরে অধিদফতরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে জানানো হয়, সোমবার থেকে সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে এবং মঙ্গলবার থেকে রাজধানীর দুই সিটি কর্পোরেশনসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনে মডার্নার টিকা দেওয়া শুরু করা হবে।

করোনা সংক্রমণ রোধে গত বুধবার থেকে পুনরায় গণটিকাদানে নিবন্ধন চালু করে স্বাস্থ্য অধিদফতর। ওইদিন সুরক্ষা অ্যাপে দুই মাস পর আবারো নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএইচ’র লাইন ডাইরেক্টর ডা. শামসুল হক বলেন, সুরক্ষা অ্যাপে বুধবার সকাল থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ৩৫ বছরের বেশি বয়সিরা এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। বাইশ ক্যাটাগরিতে নিবন্ধন করা যাবে।

এদিকে গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমে জানান, চলতি মাসে এক কোটি টিকা এবং আগামী মাসে আরো এক কোটি টিকা দেশে আসবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: