খুলনায় করোনায় ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ১৮:২০

এক ব্যক্তি খুলনার বেসরকারি একটি হাসপাতালে করোনার চিকিৎসা নিতে এসেছিলেন। অবস্থার উন্নতি না হলে স্বজনেরা তাঁকে খুলনা করোনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির জন্য নিয়ে যান-ছবি সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনা পজিটিভি ছিলেন এবং এক জনের করোনার উপসর্গ ছিল।

এছাড়া একটি বেসরকারি হাসপাতালে আরও চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি দু’জনের করোনা উপসর্গ ছিল।

সোমবার সকাল আটটায় খুমেকের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন। বাকি একজনের করোনা উপসর্গ ছিল। তবে, তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

বর্তমানে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ২০ জন আছেন।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন বলে জানান ডা. সুহাস রঞ্জন হালদার।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুমেকের পিসিআর ল্যাবে ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: