রামেকের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ১৭:৪২

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্য ছয়জন মারা গেছেন করোনা পজিটিভ হয়ে, বাকি ছয়জনের ছিল উপসর্গ। করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন একজন। এদের মধ্য চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন বাসিন্দা রয়েছেন।

রোববার (২০ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২১ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

সোমবার (২১ জুন) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬২ জন। এ নিয়ে হাসপাতালের করোনার জন্য নির্ধারিত ৩০৯ শয্যার বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪০২ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৩৪ জন।

হাসপাতালের দুটি আরটি-পিসিআর ল্যাবে গেল ২৪ ঘণ্টায় ৪৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের মধ্য করোনায় আক্রান্ত পাওয়া গেছে ২০৬ জন; যার শতকরা ৪৩ দশমিক ১৯ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: