ফেনীতে ২০ দিনে ডেঙ্গু রোগী বাড়ল দ্বিগুণ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ১৮:৫২

সংগৃহীত ছবি

ফেনীতে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত মোট ৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছেন ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় ফেনীর ছয় উপজেলায় ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে শনাক্তের হারে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সোমবার (১৭ জুলাই) রেকর্ড ১৯ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল জেলা স্বাস্থ্য বিভাগ।

ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, আক্রান্তদের মধ্যে ৬৪ জন এরইমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ১০ জন ও জেলার অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে আরও নয়জনসহ মোট ১৯ জন চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, আক্রান্তদের প্রায় সবাই ঢাকা-চট্টগ্রাম বা জেলার বাহির থেকে সংক্রমিত হয়ে এসেছে। তবে গত সাপ্তাহে ২ জন রোগী আক্রান্ত হয়েছিল যারা ফেনীর বাইরে যায়নি। এজন্য সচেতনতার বিকল্প নেই।



আপনার মূল্যবান মতামত দিন: