কিশোরগঞ্জে হাসপাতালে ভর্তি ১৯ ডেঙ্গু রোগী

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০১:৫১

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চার জন ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী আছেন।

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। এ সময়ের মধ্যে জেলায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীদের মৃত্যু হয়নি। জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৮৯ জন ডেঙ্গু আক্রন্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭০ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জেলা বিভিন্ন হাসপাতালে কঠোর সতর্কতার সঙ্গে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আক্রান্ত রোগীরা জেলার বাসিন্দা হলেও এসব রোগীরা রাজধানী ও অন্যান্য জায়গায় থেকে আক্রান্ত হয়ে জেলায় এসেছেন। জেলার স্থানীয় পর্যায়ে কেউই ডেঙ্গুতে আক্রান্ত হননি।


আপনার মূল্যবান মতামত দিন: