হাসপাতালে আরও ১৬ ডেঙ্গু রোগী

সময় ট্রিবিউন ডেস্ক: | ৩ মার্চ ২০২৩, ০৮:৪৮

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময় ডেঙ্গুতে আক্রান্ত কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ছয়জন ঢাকায় এবং ১০ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৭০৩ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন এবং মারা গেছেন ২৮১ জন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর