দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১১,৫৯৬

সময় ট্রিবিউন | ৪ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩৫

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে।

একই সময়ে নতুন করে আরও ১১ হাজার ৫৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৪ হাজার ৮৪৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।

এর আগে, বুধবার (২ ফেব্রুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া করোনা শনাক্ত হয় ১৩ হাজার ১৫৪ জনের দেহে।


আপনার মূল্যবান মতামত দিন: