অনলাইনে আবেদন শুরু ২৪ এপ্রিল;

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা ১২ জুন

তাসনিয়া মাসিয়াত, চুয়েট প্রতিনিধি | ২১ এপ্রিল ২০২১, ০৩:৪২

ছবিঃ সংগৃহীত

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

ভর্তিপরীক্ষার আবেদন করা যাবে ২৪ এপ্রিল সকাল ৯ টা থেকে এবং শেষ হবে ৮ মে বিকাল ৫ টায়।
সমন্বিত ভর্তিপরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট https://www.admissionckruet.ac.bd এই লিংকে আবেদন করা যাবে।

আজ ২০ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে চুয়েট, কুয়েট ও রুয়েট-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আলম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এছাড়া আগামী ০২ জুন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আবেদনকারীদের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০,০০০(ত্রিশ হাজার) প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০১৭ অথবা ২০১৮ সালে মাধ্যমিক কিংবা সমমানে সর্বনিম্ন জিপিএ ৪.০০ এবং উচ্চ মাধ্যমিকে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান,রসায়ন ও ইংরেজিতে আলাদা আলাদাভাবে জিপিএ ৫.০০ নিয়ে মোট গ্রেড ২০.০০ থাকতে হবে।

ক বিভাগের আবেদন ফি ৯০০ টাকা এবং খ বিভাগের আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

"ক" (প্রকৌশল বিভাগ এবং নগর ও পরিকল্পনা বিভাগ) ও "খ" (প্রকৌশল বিভাগ , নগর ও পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) বিভাগে গণিত,পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট ৫০০ নম্বরের এম সি কিউ এবং খ বিভাগের জন্য মুক্তহস্ত চিত্র অঙ্কনের ২০০ নম্বর সহ মোট ৭০০ নম্বরের উপর অনুষ্ঠিত হবে।

"ক" বিভাগে পরীক্ষার বিষয় ও মানবন্টন অনুসারে গনিতে(উচ্চতর) ১৫টি প্রশ্নের জন্য ১৫০ নম্বর, পদার্থবিজ্ঞানে ১৫ টির জন্য ১৫০ এবং রসায়নে ১৫ টির জন্য ১৫০ এবং ইংরেজি বিষয়ে ৫টি প্রশ্নের জন্য ৫০ নম্বর নিয়ে মোট ৫০০ নম্বর বরাদ্দ থাকবে। অন্যদিকে "খ" বিভাগে উপরিউক্ত প্রশ্নের সাথে মুক্তহস্ত অংকনে ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মূল্যবান মতামত দিন: