ঢাবির হল খুলতে ডিনস কমিটির বৈঠক

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ১৯:০০

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার বিষয়ে ডিনস কমিটির বৈঠক চলছে।

বুধবার সকাল ১০টায় সিনেট ভবনে, সব অনুষদের ডিনদের উপস্থিতিতে, উপাচার্যের সভাপতিত্বে শুরু হয় বৈঠক।

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে শিক্ষার্থীদের হলে ওঠানোর সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এই সুপারিশ করা হয়েছে। প্রভোস্ট কমিটির সুপারিশের আলোকে আজ নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

প্রক্টর জানিয়েছেন, ১৫ই সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থী টিকা নিতে পারলে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে অগ্রাধিকারভিত্তিতে ৪র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের হলে উঠানোর সুপারিশ করা হয়েছে। আর মধ্য নভেম্বর থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম চালু হবে।


আপনার মূল্যবান মতামত দিন: