বোর্ডবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকূফ হতে যাচ্ছে হাবিপ্রবিতে

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি : | ১৫ আগষ্ট ২০২১, ০৩:৫৭

ছবি : সময় ট্রিবিউন

সরকারি নির্দেশনা থাকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( হাবিপ্রবি ) অধ্যায়ণরত বোর্ড বৃত্তিপ্রাপ্ত ( উচ্চ-মাধ্যমিক ) সকল শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকূফ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ। গত ৩০ জুলাই হাবিপ্রবি সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত লাইভ অনুষ্ঠান " সেঁতুবন্ধনে " বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।

বোর্ডবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি কমানোর ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, " যেহেতু বোর্ডবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকূফের ব্যাপারে সরকারি আদেশ রয়েছে সেহেতু আমরাও উক্ত বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপাচার্য মহোদয় এ ব্যাপারে সম্মতি দিয়েছেন। অতি অল্প সময়ের মাঝেই এ বিষয়ে অফিস আদেশ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা হবে "।,

উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় বোর্ডবৃত্তি প্রাপ্তদের ক্রেডিট ফি মওকূফের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থী মোঃ নাজিম আহমেদ বলেন, " শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় উপাচার্য মহোদয়ের প্রতি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে, আমরা যারা উচ্চ-মাধ্যমিকে বোর্ড বৃত্তি পাই তাদের ক্রেডিট ফি যাতে মূওকূফ করা হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদের কোর্স ফি মওকুফ করার নির্দেশনা রয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাপারে এতদিন উদাসীন ছিল। আমরা অনেক চেষ্টা করেও এমনকি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের সাথে কথা বললেও তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখেন নি। তারপর আমরা বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীরা হাবিপ্রবি সাংবাদিক সমিতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের কাছে বিষয়টি জানাই। যাতে আমাদের কোর্স ফি মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়। আমরা সত্যিই আনন্দিত প্রশাসনের এমন সিদ্ধান্তে। আশা করি হাবিপ্রবি সাংবাদিক সমিতি এভাবে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তুলে ধরবে এবং সমাধান প্রকল্পে চেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি "।

বিজনেস স্টাডিজ অনুষদের ২০ ব্যাচের আরেক শিক্ষার্থী বর্ষা রানী পোদ্দার বলেন, " প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় উপাচার্য মহোদয়ের প্রতি! এত দ্রুত শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত আসবে তা কল্পনাও করি নি। পাশাপাশি হাবিপ্রবি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ কারণ তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে সেঁতুবন্ধন হিসাবে কাজ করেছে। ক্রেডিট ফি মওকূফ হওয়ায় আমাদের শিক্ষা-কার্যক্রমে আরো সহজতর হবে।এতদিন এই সুযোগ থেকে আমরা পুরোপুরি বঞ্চিত ছিলাম।কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই সুযোগ করে দিয়েছে।যা আমাদের সকল বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য অনেক বড় পাওয়া। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীরা এই সুযোগ পাওয়ায় আমাদের আর এনরোলমেন্ট করার সময় টাকা নিয়ে দুঃচিন্তা করতে হবে না ।যা আমাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।আমরা বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এমন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত সব সসয় প্রত্যাশা করি "।

উল্লেখ্য যে, চলতি সপ্তাহেই এ বিষয়ে অফিস আদেশ জারি হবে বলে জানা যায়!


আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা