জবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে নিজস্ব বাসের দাবি ছাত্র অধিকার পরিষদের

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ৬ জুলাই ২০২১, ২০:২১

ছবি : সময় ট্রিবিউন

কঠোর শাট-ডাউনে বাড়ি ফিরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের কাছে বাস সার্ভিসের দাবি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বকর খান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, সাম্প্রতিক করোনা সংকট মোকাবিলায় কঠোর শাট-ডাউন সহ নানা কড়া পদক্ষেপের ফলে অর্থনীতি বিপর্যস্থ হয়ে পড়েছে। অসংখ্য মানুষের রুজি-রোজগারে টান পড়েছে। উৎপাদনশীলতাও মুখ থুবড়ে পড়ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পরিবার এই সংকটের বাইরে নয়। যে সব শিক্ষার্থীরা খÐকালীন চাকরি কিংবা টিউশনি করে নিজের শিক্ষা খরচ বহন করতো এই সংকটে অধিকাংশ ই বন্ধ রয়েছে এবং তাদের পরিবার গুলোর অবস্থা নাজুক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অজপাড়াগাঁয়ের। ঠিকমত বিদুৎ যেখানে পৌঁছায়নি সেখানে ইন্টারনেট সেবা বিলাসিতা মাত্র। সে জন্যে অন-লাইন ক্লাস শুরু হওয়াতে অধিকাংশ শিক্ষার্থী ঢাকা মুখী হয়েছে। অন্য দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯৫ % শিক্ষার্থী টিউশনি করিয়ে তাদের শিক্ষা খরচসহ পরিবারের ব্যায়ভার বহন করে। সেই তাগিদে তারাও ঢাকায় অবস্থান করে আসছে। এছাড়া সশরীরে পরীক্ষা হওয়ার কথা থাকায় বেশিরভাগ শিক্ষার্থী ঢাকায় আগে থেকে মেস বাসা ভাড়া করে, কেননা অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা সর্বদা আবাস্থল নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকে।
কিন্তু সাম্প্রতিক কঠোর শাট-ডাউন অবস্থায় গ্রামে যাওয়ার পথ সম্পূর্ণ রুদ্ধ। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীরা বাড়ি যেতে উদগ্রীব হয়ে আছে। এ বিষয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যেমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করে আসছে। কেননা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেও এই ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি নিরব ভূমিকা পালন করছে।

তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে মানবিক দিক বিবেচনা করে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক।

এবিষয়ে ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক একে এম রাকিব বলেন, করোনার এই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য যাতায়াত ব্যবস্থা সত্যিই প্রশংসনীয় হবে এবং আশা করি জবি প্রশাসন মানবিক দিক বিবেচনা করে হলেও এ পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, করোনাকালে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে ইতোমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাস দিয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: