সশরীরে পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ১৯:৩৭

সংগৃহীত

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। 

রোববার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির মিডটার্ম এবং চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।

গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর বারবার আশ্বাস দিয়েও খুলতে পারেনি সরকার। শনিবার (১২ জুন) সর্বশেষ ঘোষণায় আগামী ৩০ জুন পর্যন্ত চলমান ছুটি বৃদ্ধি করার কথা জানানো হয়। ফলে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই অনলাইন পরীক্ষা নেওয়ার চিন্তা করছে এবং সে অনুযায়ী কর্মপরিকল্পনাও সাজাচ্ছে। এরইমধ্যে দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ই প্রথম সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করল।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ৮টি বিভাগের ১১টি সেমিস্টার এর পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও চলছে। 

এর আগে শনিবার (১২ জুন) পরীক্ষা শুরু হওয়ার বিষয়টি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছিল। এজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার লোকপ্রশাসন বিভাগের একটি সেমিস্টার, ব্যবস্থাপনা বিভাগের একটি, আইন বিভাগের একটি, মার্কেটিং বিভাগের একটি, ফার্মেসি বিভাগের একটি, পরিসংখ্যান বিভাগের দুইটি, আইসিটি বিভাগের দুইটি ও অ্যাকাউন্টটিং বিভাগের দুইটি পরীক্ষা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি অনুষদের সামনে সাবান-পানির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে।’

দেশের করোনা পরিস্থিতিতে ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



আপনার মূল্যবান মতামত দিন: