চীনের উপহার পাওয়া ভ্যাকসিন দেওয়া হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২১, ২৩:২৮

আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা-ফাইল ছবি

জুনের দ্বিতীয় সপ্তাহে চীন সরকারের পক্ষ থেকে দ্বিতীয় দফায় উপহার হিসেবে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিনের যে ৬ লাখ ডোজ টিকা পাবে, তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা পরীক্ষার্থী রয়েছেন বা যারা সামনের পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে চীনের এই টিকা দেওয়া হবে।

রোববার (৬ জুন) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, চীনের সিনোফার্ম থেকে ইতোমধ্যেই ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পেয়েছি। সেগুলো মেডিকেলের শিক্ষার্থীদের দেওয়া হবে। খুব শীঘ্রই আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাবো। সেগুলো পেলে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে টিকা দেওয়া হবে বলে পরিকল্পনা করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: