আন্দোলনকারী শিক্ষার্থীদের বিকারগ্রস্ত' বললেন ঢাবি ভিসি!

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ২৩:১৯

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, যারা ক্যাম্পাস খোলার দাবিতে অনলাইনে অরাজকতা সৃষ্টি এবং অফলাইনে আন্দোলন করছে, তারা বিকারগ্রস্ত।

আজ বৃহস্পতিবার (২৭ মে) উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীদের মূল আয়োজক আসিফ মাহমুদ। তবে উপাচার্য বিষয়টি অস্বীকার করেছেন।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, আমি শিক্ষার্থীদের বিকারগ্রস্ত বলেছি এটা ঠিক নয়। কেউ হয়তো অসৎ উদ্দেশ্যে কিংবা অসতর্কতাবশত এই ধরনের বক্তব্য ছড়িয়েছে। আমার সঙ্গে শিক্ষার্থীদের খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। আর ছেলে মেয়েগুলোও খুব ভালো এবং ভদ্র মনে হয়েছে।

তিনি আরও জানান, আমি বলেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অশোভনীয় ভাষায় বক্তৃতা কাম্য না। এগুলো বিভিন্ন ধরনের প্রভাব এবং বিকারগ্রস্তের কাজ।



আপনার মূল্যবান মতামত দিন: