৪২তম বিসিএসের ভাইভা স্থগিত

সময় ট্রিবিউন | ১৮ মে ২০২১, ২৩:২৯

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে সরকারি বিধিনিষেধ থাকায় ৪২ তম বিসিএস (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর মৌখিক পরীক্ষায় পরিবর্তিত তারিখ জানাবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জানা যায়, ৪২ তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। ২৩ মে থেকে এদের ভাইভা হওয়ার কথা ছিল। ওই দিন সকাল ১০টায় ২২০ জনের ভাইভা হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হতো।

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।



আপনার মূল্যবান মতামত দিন: