৪৩তম বিসিএস: আবেদনের মেয়াদ শেষ ৩০ জুন, পরীক্ষা ১৫ অক্টোবর

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২১, ০৪:২৪

সরকারি কর্ম কমিশন-পিএসসি'র লোগো। ফাইল ছবি

৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা আবার বাড়ানো হয়েছে। এ নিয়ে এই বিসিএসের আবেদনের সময়সীমা দুই দফায় বাড়ানো হলো। এছাড়াও পরীক্ষার দিনও নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার পিএসসির বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সময়সীমা দুই দফায় বাড়ানোর পর ৪৩তম বিসিএস পরীক্ষায় আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত। আর পরীক্ষার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

এর আগে ৪৩তম বিসিএসে আবেদনের সময় আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানিয়েছেন, যেহেতু অনেক প্রতিষ্ঠান স্নাতক পর্যায়ের ফাইনাল পরীক্ষা শেষ করতে পারেনি তাই ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: