গুচ্ছ ভর্তি পরীক্ষায় অভিভাবকদের ভিড়

মমিনুল হক রাকিব | ৩০ জুলাই ২০২২, ২২:৪৫

সংগৃহীত

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ভর্তি পরীক্ষা শুরু হয়, চলবে বেলা ১টা পর্যন্ত ৷ রাজধানীতে ইডেন মহিলা কলেজ ও গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (হোম ইকনোমিক্স কলেজ) কেন্দ্রেসহ এবার মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে৷

সরেজমিন এ দুটি কেন্দ্রে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থী-অভিভাবকরা কেন্দ্রের সামনে ভিড় করেছেন৷ যানজট এড়াতে অনেকে আগেভাগেই কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন৷

সাদিয়া আয়মান নামের এক পরীক্ষার্থী বলেন, প্রস্তুতি ভালো নিয়েছি৷ সঙ্গে আম্মু এসেছেন৷ যদিও একটু ভয় কাজ করছে৷ আশা করছি পরীক্ষা ভালো হবে৷

ইডেন মহিলা কলেজ কেন্দ্রেই ছয় হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে। আর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কেন্দ্রে অংশ নেবে দুই হাজার পরীক্ষার্থী৷

এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় হওয়ায় এসব এলাকায় যানচালাচল সাময়িক অসুবিধার মধ্যে পড়েছে৷ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে৷


আপনার মূল্যবান মতামত দিন: