অতিরিক্ত ভাড়া আদায়, ২ লাখের অধিক টাকা জরিমানা

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ০৬:৪৯

ছবিঃ সংগৃহীত

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (২১ নভেম্বর) সংস্থাটির এনফোর্সমেন্ট শাখা থেকে এ তথ্য জানা গেছে। বিআরটিএ জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে রোববার ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৬৫টি ডিজেল চালিত বাসকে দুই লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১টি স্পটে ১০টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব জরিমানা করা হয়। গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় একটি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত আজ ২৩৩টি ডিজেল ও ১৭টি সিএনজিচালিত মোট ২৫০টি বাস-মিনিবাস পরিদর্শন ও তল্লাশি এবং বাড়তি ভাড়ার বিষয় যাচাই-বাছাই করে দেখেন। এতে ৬৫টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায় এবং জরিমানা ও মামলা করা হয়।  

 

 



আপনার মূল্যবান মতামত দিন: