নিজের গায়ে আগুন দিয়ে দগ্ধ তরুণীর মৃত্যু

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ০০:০৫

ছবিঃ সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানার ধানমন্ডি এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) দগ্ধ তরুণীর মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টায় চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, তার শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

মারজান মেহজাবিন নামে সিমির এক বান্ধবী জানান, যতটুকু জানতে পেরেছি পারিবারিক ও লেখাপড়া বিষয়ে একটু ডিপ্রেশনে ছিল। সে কারণে হয়তো এ ঘটনাটি ঘটাতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানা নেই।


আপনার মূল্যবান মতামত দিন: