-2021-10-04-12-56-41.jpg)
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকসহ রাজধানীতে ৬৮ মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪০৫১ পিস ইয়াবা, ২৯৬ গ্রাম ৭৩ পুরিয়া হেরোইন, ২০টি ইনজেকশন ও ৩৬ কেজি ৯৪৫ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: