মিরপুরে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২০

মরদেহ-প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রেনু বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হলো।

বুধবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

তথ্যটি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, রেনু বেগমের শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল। আজ সকাল ৭টার দিকে তিনি মারা যান।

গত বুধবার দিবাগত রাতে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা গ্যাসের পাইপ লাইন থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: