রাজধানীতে ভূমিকম্প

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ আগষ্ট ২০২৩, ০৫:১২

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ৫.৫ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের করিমগঞ্জ থেকে ১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভূটান এবং চীনেও অনুভূত হয়।

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলা থেকে ৩৬ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে। বাংলাদেশ-ভারত সীমান্তে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আপনার মূল্যবান মতামত দিন: