ধানমন্ডিতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বিআরটিসির বাসে আগুন 

সময় ট্রিবিউন ডেস্ক | ২৩ মে ২০২৩, ২২:৪১

সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হইয়েছে। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
 
আজ মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে ধানমন্ডির ল্যাব-এইড হাসপাতালের সামনের সড়কে এসব ঘটনা ঘটতে দেখা যায়। 
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিআরটিসির দ্বিতল বাসটি নগর পরিবহনের ব্যানারে ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত চলাচল করতো বলে বাসের সামনে লেখা রয়েছে। 
 
সরেজমিনে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা পুলিশের সামনে বিআরটিসি বাসটিতে আগুন লাগায়। অগ্নিকাণ্ডের পর পানি নিয়ে পুলিশ সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।
 
আজ ‘গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ে’ পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। বিকেলে ধানমন্ডি ও গাবতলী এলাকায় পৃথক পদযাত্রা করে দলটি।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন: