কারবালার তৃষ্ণার্ত শহীদদের স্মরণে পানি বিতরণ

সময় ট্রিবিউন | ৯ আগস্ট ২০২২ ১১:২৫

সংগৃহীত

রাত পোহালেই পবিত্র ১০ মহরম। সৃষ্টির শুরু থেকেই এ দিনটি বিভিন্ন ঐতিহাসিক ঘটনাসহ কারবালার শোকাবহ ঘটনার জন্য বিশ্বব্যাপী মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষ শোক মিছিল সহ নানা কার্যক্রম পালন করে থাকেন। 

ঐতিহাসিক এই দিনটি ঘিরে পুরান ঢাকার হোসাইনী দালানে চলছে শেষ মুহূর্তের নানা প্রস্তুতি।

এরই ধারাবািকতায় ৯ মহরম হোসাইনী দালান জিয়ারতে আশা হাজার হাজার মানুষের তৃষ্ণা নিবিরণে পানি বিতরণ করেছেন ইমাম এ যামানা ফাউন্ডেশন। 

এসময় উপস্থিত ছিলেন ইমাম এ যামানা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মীর মোঃ আদিল হোসেন, সভাপতি সৈয়দ শরীফ হোসাইন, সাধারণ সম্পাদক সৈয়দ বশির হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন,নাঈম হাসান, সাংগঠনিক সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ জুয়েল আব্বাস। 

 



আপনার মূল্যবান মতামত দিন: