সুবর্ণচর ইফা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি | ২৩ ডিসেম্বর ২০২১, ০২:৫২

ছবিঃ সংগৃহীত

কামাল উদ্দিন নামে সুবর্ণচর ইসলামিক ফাউন্ডেশনের এক শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক সুবর্ণচর উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামে অবস্থিত স্লুইস গেইট মসজিদের প্রাক প্রাথমিক কেন্দ্রের শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।

ইসলামিক ফাউন্ডেশন, সুবর্ণচর তথ্যসূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম নিয়োগ পরিপত্র অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীর সর্ব নিম্ন যোগ্যতা দাখিল/ সমমান। কিন্তু সে অনুযায়ী উক্ত শিক্ষকের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার কোন প্রকার যোগ্যতা নেই। তবুও, ইসলামিক ফাউন্ডেশনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় সনদ জালিয়াতি করে তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পায়। যা সম্পূর্ণ অবৈধ বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালী বরাবর অভিযোগ দাখিল করেন তারা।


আপনার মূল্যবান মতামত দিন: