চাঁপাইনবাবগঞ্জে ১৫০০ টাকা কেজি মিয়াজাকি

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২১, ২২:১২

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে হযরত আলীর দোকানে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মিয়াজাকি আম। তবে এ আম চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত নয়।

মিয়াজাকি আমের আরেক নাম সূর্যডিম। বলা হয়, এ আমটি বিশ্বের সবচেয়ে দামী আমের মধ্যে অন্যতম একটি। এক মন মিয়াজাকি আমের দাম আকার ভেদে ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

এবিষয়ে বিক্রেতা হযরত আলী বলেন, মিয়াজাকি আমগুলো অস্ট্রিয়া থেকে আনা হয়েছে। পরে আমি ঢাকা থেকে এ আমগুলো বিক্রির জন্য নিয়ে আসি। স্বল্প লাভে আমগুলো বিক্রি করছি।

তিনি বলেন, মিয়াজাকি আমের দাম ১৫০০ টাকা। আকার ভেদে ওজনে কম বেশি হচ্ছে। তবে একেকটি আমের ওজন ১ কেজি ১০০ গ্রাম পর্যন্ত হয়।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: