আজানের আগে দরুদ পাঠ করায় সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৪ ডিসেম্বর ২০২১, ২৩:১৭

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মোয়াজ্জিন আজান দেয়ার আগে মাইকে দরুদ শরীফ পাঠ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা দেড়টায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে আহেলাতুল সুন্নাতুল জামাত ও হেফাজতে ইসলাম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল জুম্মার নামাজের আজানের পূর্বে মোয়াজ্জিনকে দরুদ শরীফ পাঠ করতে নিষেধ করেছিলেন। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে মারপিট শুরু হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল মিয়া, ফারুক মিয়া ও কাউতলীর ইমন মিয়াকে আটক করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: