বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক জব্দ

সময় ট্রিবিউন | ৪ ডিসেম্বর ২০২১, ১০:০৮

ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৮৭ কোটি ৯৬ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। 

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩ কেজি ২৯৪ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৯৯৯ গ্রাম রূপা, ১,২৩,২৯৫টি কসমেটিক্স সামগ্রী, ১,৯২২টি ইমিটেশন গহনা ৪,১৬৪টি শাড়ি, ১,০৩৩টি থ্রিপিস/শার্টপিস, ৩২০ মিটার থান কাপড়, ২,২২৫ ঘনফুট কাঠ, ৪,৫৫৮ কেজি চা পাতা, ১০০ কেজি গ্যামাক্সিন পাউডার, ৯,৯৫০ কেজি কয়লা, ৬টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি পিকআপ, ৪১টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৬৫টি মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১১টি বিভিন্ন প্রকার গান এবং ৪টি চাইনিজ কুড়াল। 

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩,১২,২৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৪,৫৫০ বোতল ফেনসিডিল, ১৬,২২৪ বোতল বিদেশী মদ, ১,৪৩৬ ক্যান বিয়ার, ১,৩৫৮ কেজি গাঁজা, ৮ কেজি ৩৪০ গ্রাম হেরোইন, ৯,৯০২টি ইনজেকশন, ৫,৬৯৮টি ইস্কাফ সিরাপ, ১,৮৮৯ বোতল এমকেডিল/কফিডিল, ৩৪,২১৫টি বিভিন্ন প্রকার ঔষধ, ৩৯,৫৫৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১০,৪৭,৭৭৩টি অন্যান্য ট্যাবলেট।

এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯৯ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৬ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


আপনার মূল্যবান মতামত দিন: