বাঁশখালীতে বুনো হাতির মৃত্যু

সময় ট্রিবিউন | ২ ডিসেম্বর ২০২১, ০৬:২৩

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকায় একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) হাতি মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, লটমনি পাহাড় এলাকায় মঙ্গলবার একটি হাতি মারা যায়। আমরা ধারণা করছি দুষ্কৃতকারীরা হাতিটিকে হত্যা করেছে। বুধবার হাতিটির ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

তিনি বলেন, হাতিটি মধ্য বয়স্ক। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি জিডি করা হয়েছে। ময়নাতদন্তর রিপোর্ট পাওয়ার পর মামলা করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতির আক্রমণ থেকে বাঁচাতে ধানক্ষেতের চারদিক কৃষকরা বিদ্যুতের তার রেখেছিলেন। ওই তারে জড়িয়ে মারা যায় হাতিটি। 

 

 


আপনার মূল্যবান মতামত দিন: