নির্বাচনি সহিংসতা: প্রতিপক্ষের লাঠির আঘাতে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নিহত

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০৭:৩৫

মো: সজিব-ফাইল ছবি

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. সজিব নিহত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ইছাপুর ইউপি নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী শাহনাজ আক্তারের সমর্থক মো. সজিবের সঙ্গে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আমির হোসেন খানের সমর্থকদের কথাকাটাকাটি হয়। এসময় আনারসের সমর্থকরা ভোটকেন্দ্রের ব্যারিকেডের বাঁশ তুলে সজিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে সজিবের মাথা ফেটে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেন

ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ চাঁদপুরে রয়েছে বলে জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন: