হালিশহরে ধোঁয়াবিহীন ইন্সেনেরেটর বসানো হবে: চসিক

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ০৫:৩৯

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে মেডিকেলের বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। সরকারি-বেসরকারি পর্যায়ে পরিবেশসম্মত উপায়ে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার কোনো প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেনি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে টাইগারপাস নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল এসব বলেন।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে সংক্রমণজনিত বর্জ্যের পরিমাণ বৃদ্ধি নগরবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় চসিক ও জাইকার অর্থায়নে বর্জ্য ইন্সেনেরেটর বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্সেনেরেটর ব্যবস্থাপনার কার্যক্রম বাস্তবায়নে সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন। 

তিনি আরও বলেন, নগরীর হালিশহর টিজিতে আগামী ডিসেম্বরের মধ্যে পরিবেশবান্ধব ও ধোঁয়াবিহীন ইন্সেনেরেটর বসানো হবে। চসিক ও পরিবেশ অধিদফতরের মনিটরিং কমিটি নিয়মিত এর তদারকি করবে।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: