সাতক্ষীরায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি | ১৪ নভেম্বর ২০২১, ০৪:৫০

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চৌদ্দরশি সেতুর নিচ থেকে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। 

শনিবার (১৩ নভেম্বর) পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের সদস্যরা এসব হরিণের মাংস উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগের সদস্যরা।

বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) সুলতান আহম্মদ জানান, হরিণের মাংস পাচার হচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে চৌদ্দরশি ব্রিজের নিচে রাস্তার ওপর থেকে ককসিটের মধ্যে রক্ষিত অবস্থায় হরিণের মাংসগুলো জব্দ করা হয়। তবে কোনো শিকারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত হরিণের মাংসগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। আনুমানিক ২০ কেজি মাংস হবে। 

এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মূল্যবান মতামত দিন: