-2021-11-09-15-48-35.jpg)
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব ওরফে রাকিব চোরা (১৯) ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এনায়েত নগর গ্রামের রফিক উল্যার ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)।
নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুই সন্ত্রাসীকে আটকের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের নিকট অস্ত্র-গুলি আছে বলে স্বীকার করে।
আপনার মূল্যবান মতামত দিন: