নৌযানের ভাড়া না বাড়লে দেশে লঞ্চ চলাচল বন্ধ

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২১, ০৪:২০

ছবিঃ সংগৃহীত

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশাল থেকেও সব ধরনের বাস ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন এসব রুটের যাত্রী এবং স্ব-স্ব এলাকার ব্যবসায়ীরা।  

এদিকে সরকারীভাবে লঞ্চের ভাড়া না বাড়লেও অভ্যন্তরীন রুটের নৌযানগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে যাত্রীদের সাথে বসচা চলছে নৌযান শ্রমিকদের।  

ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বরিশালের অভ্যন্তরীন রুটের নৌযানে। সরকারীভাবে ভাড়া বৃদ্ধি করা না হলেও প্রতিটি লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গন্তব্য বুঝে টিকিটে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।  

লঞ্চ কর্মচারীরা বলছেন, জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় গন্তব্যে যেতে আগের চেয়ে দেড় থেকে ২ হাজার টাকা জ্বালানী খরচ বেড়েছে। ভাড়া পুননির্ধারন না হলে রোকসান গুনতে হবে তাদের।  


আপনার মূল্যবান মতামত দিন: