গর্ভধারণের ৫ মাসেই একসঙ্গে ৫ সন্তানের জন্ম

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২১, ০৬:৪৪

-ফাইল ছবি

কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তবে গর্ভধারণের মাত্র ৫ মাসের মধ্যে জন্ম হওয়ায় শিশুদের ওজন যথেষ্ট কম হয়েছে। তাদের ওজন ৫০০-৬০০ গ্রাম। এদিকে মা সুস্থ থাকলেও শিশুগুলো কমবেশি ঝুঁকিতে আছে বলে জানা গেছে।

কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান মনোরমা সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী সাদিয়া খাতুন (২৪) একসঙ্গে ৪টি মেয়ে ও ১টি ছেলে সন্তানের জন্ম দেন।

তিনি জানান সাদিয়ার নরমাল ডেলিভারি হয়েছে। ৫ সদস্যের একটি টিম এতে নেতৃত্ব দেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, সোমবার রাতে সাদিয়া হাসপাতালে ভর্তি হোন। হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সন্তানের বিষয়টি আগে থেকেই জানতো। বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় একটি টিম করে দেওয়া হয় এবং নরমাল ডেলিভারির পরামর্শ দেওয়া হয়।

তিনি জানান, শিশুদের অক্সিজেন চলছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের চিকিৎসা চলছে। তবে কিছুটা ঝুঁকির আছে। তাই উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শিশুদের বাবা সোহেল রানা বলেন, ২০১৬ সালের ৩০ জুলাই সাদিয়া খাতুনকে বিয়ে করেন তিনি। এটিই আমাদের প্রথম সন্তান নেওয়া।

তিনি আরও বলেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বাচ্চাগুলোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেব।


আপনার মূল্যবান মতামত দিন: