ফেনীতে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় ২ মামলা

সময় ট্রিবিউন | ১৮ অক্টোবর ২০২১, ০১:৪৬

ছবি সংগৃহীত

ফেনীর সদর উপজেলায় দুটি মন্দির ও বেশ কয়েকটি দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুটি মামলা হয়েছে।

একটি মামলায় ২০০ থেকে ২৫০ জন এবং অপর একটি মামলায় ১০০ থেকে ১৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

তবে রোববার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ফেনী মডেল থানার দুজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা দুটি করেন।

এদিকে দেশব্যাপী মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের ঘটনায় ফেনী শহরের মন্দিরগুলোতে পুলিশের পাহারা রয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল।

কুমিল্লা ও নোয়াখালীতে মন্দির-বসতবাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে ফেনীতে পূজা উদ্‌যাপন পরিষদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, গতকালের ঘটনায় করা দুই মামলায় প্রায় ৪০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: