স্ত্রীর শরীরে গরম তেল ঢেলে হত্যা

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ২৩:১৪

ছবিঃ সংগৃহীত

জামালপুরের সুমন মিয়া(৩৮) ও সিরাজগঞ্জের স্বর্ণা বেগমের (৩৫) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে সুমন প্রায়ই নির্যাতন করতেন স্বর্ণাকে।

এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। যৌতুকের মামলায় গ্রেফতার হয়ে জেলও খাটেন সুজন। পরে পারিবারিক বৈঠকে সমঝোতায় মামলা উঠিয়ে নেওয়া হয়। 

পরে সুজন বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লে স্বর্ণা সন্তানদের নিয়ে সিরাজগঞ্জে বাবার বাড়িতে চলে যান এবং আশুলিয়ার একটি গার্মেন্টেসে চাকরি নেন।

গত ২৪ সেপ্টেম্বর তারা দুজন দেখা করেন। আবারও যৌতুকের দাবিতে ঝগড়ার এক পর্যায়ে স্বর্ণার গায়ে গরম তেল ঢেলে পালিয়ে যান সুজন। পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর মারা যান স্বর্ণা।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে জামালপুর থেকে সুজন মিয়াকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এলআইসি শাখার একটি দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মিয়া স্ত্রীকে গরম তেল শরীরে ঢেলে হত্যার দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 


আপনার মূল্যবান মতামত দিন: