স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

সময় ট্রিবিউন | ৭ অক্টোবর ২০২১, ০৩:৩৫

মরদেহ-প্রতীকী ছবি

পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রুখসানা বেগমকে (৫৫) হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী হবিবুর রহমান।

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, ভোর পৌঁনে ৫টার দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেন হাবিবুর রহমান। তিনি তার স্ত্রীকে বিছানা ছাড়তে বলায় তাদের মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে হাবিবুর তার স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে রুখসানা বেগম সেখানেই প্রাণ হারান। পরে সকালে থানায় গিয়ে তিনি স্ত্রীকে হত্যার কথা জানান।

এই ঘটনায় নিহতের ভাই নুরুল হক রানীশংকৈল থানায় মামলা করেছেন। তবে, তিনি হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: