মাছের আঘাতে মৎস্যজীবীর মৃত্যু

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬

মরদেহ-প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জের নদীতে মাছ ধরতে গিয়ে মাছের আঘাতে এ মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কুশিয়ারা নদীতে এঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবদুল হক। তিজি গোলাপগঞ্জ উপজেলার কালিজুরী ছয়ত্রিশ গ্রামের বাসিন্দা।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌকায় করে নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন আবদুল হক (৫০)। হঠাৎ একটি বড় মাছ জালে আটকা পড়ে। তিনি জাল টেনে মাছটি নৌকায় তোলার চেষ্টা করেন। একপর্যায়ে মাছটি জালের ভেতর থেকে লাফ দিয়ে আবদুল হকের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে নৌকায় লুটিয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, জন্মগত ত্রুটির কারণে মানুষের বুকে রক্তনালির মহাধমনির সমস্যা থাকতে পারে। এ সমস্যাজনিত রোগীর স্বাভাবিকভাবে কোনো সমস্যা হয় না। সারা জীবন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে কোনো কারণে সেখানে আঘাত পেলে রক্তনালির মহাধমনি ফেটে যেতে পারে। এতে ভেতরে রক্তক্ষরণে আধা ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: