মোবাইল চালাতে নিষেধ করায় সন্তানের আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৩

ছবিঃ সংগৃহীত

মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহার করতে নিষেধ করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা দক্ষিণ নয়াপাড়ার জামালের ছেলে অভিমান করে জিহাদ (১৪) নামের এক ছেলে আত্মহত্যা করেছে। 

শনিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এ ঘটনা ঘটে। অতিরিক্ত মোবাইল ব্যবহার করতে নিষেধ করেন। এতে করে সে বাবার সঙ্গে অভিমান করে বাড়ির পাশে বড় বোনের ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব জানান, সবজি দোকানে কাজ করা জিহাদ মোবাইলে আসক্ত হয়ে পড়ে। তার বাবা ছেলেকে শাসন করে মোবাইল ফোন ব্যবহার করতে না করেন। তখন বাবার ব্যবহারে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: