ময়মনসিংহে মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার সিরতা ভাটিয়াপাড়া এলাকার একটি মাছের খামারের ধারে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় আব্দুল মজিদ সরকার (৫৫) ওই এলাকার নূর মোহাম্মদের মাছের খামারে কাজ করতেন। প্রতিদিনের মত বৃহস্পতিবারও তিনি ছেলে মাহমুদুল হাসানকে (১২) নিয়ে খামারে যান দেখাশোনা করতে। সেখানে ত্রুটিপূর্ণ একটি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিদ। বাবাকে ছাড়াতে গিয়ে ছেলে মাহমুদুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করে।
আপনার মূল্যবান মতামত দিন: