
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭)। সিয়াম চিলমারীর চরের ছিদ্দিক মোল্লার ছেলে এবং ঝুমা একই গ্রামের মনি জমাদারের মেয়ে।
চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহমেদ বলেন, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠেছে। সেই পানিতে খেলতে গিয়ে সিয়াম ও ঝুমা ডুবে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: