শোক দিবসের প্যান্ডেল ভাঙচুর

সোনারগাঁ উপজেলা প্রতিনিধি | ১৫ আগষ্ট ২০২১, ০২:২১

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বিকেলে একদল দুর্বৃত্ত পৌরসভার মাঠে নির্মিত শোক দিবসের অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করেছে।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে সরেজমিনে জানা যায়, সোনারগাঁ পৌরসভার মাঠে শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধূরী বিরুর সমর্থকদের উদ্যোগে সভার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়। ওই প্যান্ডেলের চেয়ার ভাঙচুর করে প্যান্ডেলটি গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

আবু জাফর বিরুর সমর্থক ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মাহবুব আলম মিলন বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্যান্ডেল দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধূরী বিরু বলেন,বঙ্গবন্ধুর প্রতি যাদের শ্রদ্ধা ও ভালোবাসা নেই তারাই এই ধরনের ন্যক্কারজনক কাজ করতে পারে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: