ভ্যাকসিন গ্রহণে উৎসাহ বাড়াতে নেত্রকোনা যুবলীগের সচেতনতামূলক প্রচারণা

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ০৫:০০

ছবি: সংগৃহীত

প্রান্তিক জনগণকে সরকার প্রদত্ত বিনামূল্যে করোনা ভ্যাকসিন গ্রহণ ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে নেত্রকোনা জেলা যুবলীগ।

সোমবার  দিনব্যাপি কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে হিজবুল্লাহ খান সানির নেতৃত্বে এ কর্মসূচী পালন করে নেত্রকোনা জেলা যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা।

এ সময় সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং তাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে দেয় জেলা যুবলীগের স্বেচ্ছাসেবীরা।

গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা যুবলীগের এই কর্মসূচীটি নেত্রকোনা শহরের কুড়পার এলাকা থেকে শুরু করে মদন বাসস্ট্যান্ড, কাইলাটি ইউনিয়নের বালি বাজার, লক্ষিগঞ্জ ইউনিয়ন বাজার, নসিবপুর বাজার, আমতলা ইউনিয়নের দেওপুর বাজার, দুগিয়া বাজার হয়ে শহরের ইসলামপুর মোড়, পান মহল, রাজুর বাজার, গরুহাট্টা, বড় বাজার, তেরিবাজার,জেলা আওয়ামী লীগের কার্যালয়, ছোট বাজার,  শহিদ মিনার মোড়, মোক্তার পাড়া, ফৌজদারি ব্রিজ মোড়, হাসপাতাল মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য মাইকিং করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: