ফরিদপুরে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১১

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২১, ০৬:৪৬

ছবিঃ ইন্টারনেট

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত ও করোনার উপসর্গ নিয়ে বিগত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৬ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ৪০৮ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ৪৫৪ নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৩০। এ পর্যন্ত ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে।

করোনায় মৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারীর সাহাদাত (৭০), সালথার ছবিরন নেসা (৬০), আলফাডাঙ্গার মনোয়ারা বেগম (৫৫), মাদারীপুর সদরের কোহিনূর বেগম এবং গোপালগঞ্জের কাশিয়ানীর আসাদুজ্জামান মোল্লা (৭০)।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ১৭৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় ২, ভাঙ্গায় ৩৬, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ৩, মধুখালীতে ৩০, সদরপুরে ১৬, চরভদ্রাসনে ৩, সালথায় ৪ এবং ফরিদপুর সদরে ৭৭ জন রয়েছেন। বাকি ৮ জন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৩৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪০৮ জন।


আপনার মূল্যবান মতামত দিন: