লকডাউনের অষ্টম দিনে কেরানীগঞ্জে ৫৮ মামলা, ৫৫ হাজারের অধিক জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১ আগষ্ট ২০২১, ০২:১৪

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধি-নিষেধের অষ্টম দিনে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে রাজধানীর কেরানীগঞ্জে ৫৮ মামলা ও ৫৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

শনিবার (৩১জুলাই) কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা, রোহিতপুর, সৈয়দপুর, রাজাবাড়ী ও কলাতিয়া বাজারে অভিযান চালিয়ে ২৩টি মামলা ১৭ হাজার দু’শো টাকা জরিমানা আদায় করেন।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি আব্দুল্লাহপুর,পোস্তগোলা ও স্টানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ মামলা এবং ৩৮ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিকল্প নেই। কেরানীগঞ্জ উপজেলায় লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: