কেরানীগঞ্জে এডিস মশার বিস্তার রোধে কর্মসূচি

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৩১ জুলাই ২০২১, ০৪:১৫

ছবিঃ সংগৃহীত

করোনায় থমকে গেছে বিশ্ব, পুরো বাংলাদেশ করোনার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এরই মধ্যে হানা দিয়েছে মশাবাহিত আরেক আতঙ্ক ডেঙ্গু। এ বছরের শুরু থেকেই সেই ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারও দেখা দিয়েছে। কেরানীগঞ্জে এডিস মশা নিয়ন্ত্রণে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নির্দেশনায় কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে শুরু হয়েছে এডিস নিধন কর্মসূচী।

“এডিস মশার বিস্তার রুখতে হবে সবার,বিপু ভাইয়ের নির্দেশ ডেঙ্গুর দিন শেষ” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৩০ জুলাই) আগানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মালোপাড়া থেকে শুরু করে কেরাণীগঞ্জ মডেল থানা চত্বর, ইমামবাড়ি,সিনেমাহল এলাকা,আমবাগিচা খেলার মাঠ,কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গন আশপাশের এলাকা ও দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচীর আওতায় ছিটানো হয় মশা নিধনের ঔষধ।

আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু বলেন, দেশ থেকে এখনও বিলীন হয়নি করোনা মহামারি। এরই মধ্যে বেড়ে গেছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ। আমরা স্থানীয় সাংসদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুনের দিক নির্দেশনায় এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য প্রচার প্রচারনা ও ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধ ছিটানোর কাজ শুরু করেছি। কিন্তু শুধুমাত্র ঔষধ স্প্রে করেই মশক নিধন করা সম্ভব নয়,মশার বংশবৃদ্ধি না ঘটে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক শহীদ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলমসহ আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: