কোরবানী নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় প্রধান শিক্ষক গ্রেফতার

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট | ২৪ জুলাই ২০২১, ০৫:০৩

আটককৃত প্রধান শিক্ষক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইদুল আযহার কোরবানী নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তোজনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে জুমার নামাজের পর ওই শিক্ষককে গ্রেফতারে দাবীতে উপজেলার তালুক শাখাতী এলাকায় বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরে কালীগঞ্জ থানা পুলিশ ওই শিক্ষকে গ্রেফতারের আশ্বাস দিলে ধর্মপ্রাণ মুসলমানরা মিছিল ও সমাবেশ বন্ধ করেন। আটক উপজেলার তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পবিত্র কুমার রায় (৫০) মদাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তালুক শাখাতী কুমারটারী গ্রামের মৃত্যু উপিন চন্দ্র রায় ছেলে।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পবিত্র কুমার রায় তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুক) আইডিতে গত (২১ জুলাই) একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেন, নির্বোধের আর্তনাদ!!! পশু হত্যা করে ওরা কিভাবে উত্তম হতে পারে। উত্তম প্রাণীরাই আজ পৃথিবী ধ্বংসের মুল কারন, ওরাই দুষণ করেছে, ধ্বংস করেছে আর ভাবছে ওরাই উত্তম। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পোস্টটি তিনি রিমুভ করে দিয়ে ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়ে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )সাজ্জাদ হোসেন বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে আজ শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: