দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু, আহত ৩০

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ১৭:৪৬

রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকায়দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫ জন মারা গেছে-ছবি সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে ২৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাকির হোসেন জানান, ঢাকা থেকে রংপুরমুখী জোয়ানা পরিবহনের একটি নৈশকোচ ও রংপুর থেকে ঢাকামুখী সেলফি পরিবহনের অপর একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সাইড দেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি দুটির। এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৫ জন মারা যান। তবে, তাদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি এক নারীসহ তিনজনের অবস্থা গুরুতরও বলে জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন: